জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে চালাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুমন (১৬), আব্দুল্লাহ (১৬) এবং শাকিল (১৮)। এরা সবাই বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত তিনজন একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত গতিতে রাজাবিরাটের দিকে যাচ্ছিলেন। এসময় চালক হাত ছেড়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথে একডালা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাইলফলকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপর দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান জানান, ঘটনাস্থলে একজন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একজন মারা যান। অপর মোটরসাইকেল আরোহী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।