আন্তর্জাতিক ডেস্কঃ
প্রথমবারের মতো বার্ড ফ্লুর নতুন ধরণ এইচ৫এন৮ ধরা পড়েছে মানবদেহে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি মুরগির খামার থেকে ডিসেম্বরের শেষ দিকে এই ভাইরাসে আক্রান্ত হন সাত কর্মী। সম্প্রতি পরীক্ষার পর তাদের দেহে বার্ড ফ্লুর নতুন জীনগত রূপান্তরিত রূপ শনাক্ত হয়। তবে রুশ কর্মকর্তারা জানান, আক্রান্ত কর্মীরা এখন সুস্থ রয়েছেন।
রুশ স্বাস্থ্যসংস্থার প্রতিনিধি ডা. আনা পোপোভা জানান, ভাইরাসটি মানবদেহে সংক্রমণের পর তেমন কোন ক্ষতি করেনি। অক্রান্তরাও কিছুদিন সাধারণ চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে গেছেন। পোল্ট্রি ফার্ম থেকেই এই রোগটির উৎপত্তি বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। তবে মানবদেহে রোগটি সংক্রামক আকার ধারণ করেছে এই তথ্যের নিশ্চয়তা দেননি তিনি।
নতুন এইচ৫এন৮ বার্ড ফ্লু ভাইরাসটি পাখিদের ক্ষেত্রে প্রাণঘাতী হলেও মানবদেহে এখনো পর্যন্ত কোন ক্ষতি করতে পারেনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।