সম্মেলনের ১বছর পর স্বেচ্ছাসেবক লীগের কমিটি পেল মাটিরাঙ্গা
স্টাফ রিপোর্টারঃ
সম্মেলনের এক বছরেরও বেশী সময় পরে মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৭১সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। দীর্ঘ সময় পরে গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম এ অনুমোদন দেন।
প্রত্যাশিত অনুমোদনের পর বুধবার কমিটির সভাপতি মোঃ বাবুল আহম্মেদ ও সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলামের হাতে অনুমোদিত কমিটি তুলে দেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল এবং খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, ক্লিন ইমেজের এক ঝাঁক সাবেক ছাত্রলীগের নেতাদের সমন্বয়ে গড়া এ কমিটি মাটিরাঙ্গার রাজনীতিতে ইতিবাচক ভুমিকা রাখতে সক্ষম হবে।
২০২০সালের ২৩জানুয়ারী মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে মোঃ বাবুল আহম্মেদকে সভাপতি ও মোঃ কামরুল ইসলামকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। সম্মেলনের এক বছরেরও বেশি সময় পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।
নতুন কমিটিতে সহসভাপতি করা হয়েছে ৭জনকে। ২জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন তিন জন। ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির মেয়াদ পরবর্তী তিন বছর।
কমিটির সহ-সভাপতিরা হলেন নুরুজ্জামান খোকন শিকদার, মো. তরিকুল ইসলাম সুমন খান, মোঃ তৌহিদুল ইসলাম মঞ্জু, আবদুল আজিজ, আবদুস ছোবহান, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ নুর নবী। দুই যুগ্ম-সম্পাদক হলেন মোঃ আইয়ুব আলী মীর ও বিশ্বজিৎ চৌধুরী নুনু। তিন সাংগঠনিক সম্পাদক হলেন পলাশ ত্রিপুরা, মোঃ শামছুল অালম ও মোঃ নজরুল ইসলাম।
দীর্ঘদিন প্রতীক্ষার পর মেধাবীদের সমন্বয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের প্রততি কৃতজ্ঞতা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম বলেন, এ কমিটির প্রতিটি সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে।