DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জীবননগর শিশুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ,আটক ১

DoinikAstha
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

জীবননগর উপজেলার উথলীতে মোবাইলে পর্ন ভিডিও দেখিয়ে মাঠে ঘাস কাটতে ও খড়ি কুড়াতে যাওয়া দুই কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার নাজমুল ইসলাম ওরফে টংকারের (২৮) বিরুদ্ধে। অভিযুক্ত টংকার উথলী বাজার পাড়ার ওদুর ছেলে এবং পেশায় একজন ইলেকট্রনিক সামগ্রী মেরামতকারী মিস্ত্রী। উথলী বাজারে তাঁর দোকান রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে উথলী বাজার গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত টংকার তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছে।এলাকাবাসী ও ভুক্তভোগী শিশুরা জানায়, বৃহস্পতিবার দুপুরে উথলী বাজার ফুটবল মাঠপাড়ার কতিপয় শিশু বাজার গোরস্থান মাঠে খড়ি কুড়াতে ও ঘাস কাটতে যায়। এ সময় মাঠে ছাগল দেখতে যায় একই এলাকার নাজমুল ইসলাম ওরফে টংকার।

তিনি ওই শিশুদের মোবাইলে পর্ন ভিডিও দেখান এবং ধর্ষণ করার চেষ্টা চালান। তাঁর হাত থেকে রক্ষা পেতে এক শিশু ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং জামা খুলে রেখে বাড়িতে চলে আসে। এ সুযোগে অন্য শিশুরাও পালিয়ে যায়। ওই শিশুদের প্রত্যেকের বয়স ১০ বছেরের নিচে। ঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা টংকারকে পাকড়াও করে আটকে রাখে।

বিষয়টি জানতে চাইলে ভুক্তভোগী শিশুর মা জানান, ‘টংকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও বেশ কয়েকবার উঠেছে। সে আমার বাচ্চা মেয়ের সাথে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সঠিক বিচারের অভাবে প্রতিবারই সে ছাড় পেয়ে যায় এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায়।’

এ বিষয়ে উথলী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক জানান, ‘অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও পাওয়া গিয়েছে। তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তবে এবারের ঘটনাটি খুব স্পর্শকাতর।

ঘটনাটি শোনামাত্রই আমি ভুক্তভোগী শিশুর বাড়িতে উপস্থিত হয় এবং ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জহুরুল হক ঝণ্টুকে বিষয়টি জানাই। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত টংকারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।’

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০