অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে গেছে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগর। অবিলম্বে তিন নেতাকে জনসমক্ষে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান তিনি।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান মির্জা ফখরুল।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে টিএসসি এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকের বিষয়টি স্বীকার করছে না।”
বিবৃতিতে আরো বলা হয়, “আটকের পর থানাসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে তাদের পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।”
মির্জা ফখরুল বলেন, “আমি অবিলম্বে আনিসুর খন্দকার অনিক, জুলফিকার জিসান এবং আতিক মোর্শেদকে জনসমক্ষে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”