শিরোনাম:
খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফের চার সদস্য আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১০৬৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে ইউপিডিএফের চার সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।বুধবার (৩ মার্চ) ভোরে উপজেলার বানছড়া এলাকা থেকে আটক করার সময় তাদের কাছে অস্ত্র পাওয়া যায়।
আটককৃতরা হলেন- পুর্ণ জীবন চাকমা, সমর বিকাশ চাকমা (ভালা), প্রত্যয় চাকমা (প্রীতি) ও বিধু ভূষণ চাকমা। তারা সবাই ইউপিডিএফের স্থানীয় চাঁদাবাজ বলে নিরাপত্তাবাহিনী সূ্ত্রে জানা গেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, বানছড়া এলাকায় ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ১০টি মোবাইল, সাতটি চাঁদা আদায়ের রশিদ বই, পাঁচ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা পাওয়া গেছে।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।



















