শিরোনাম:
খাগড়াছড়িতে যৌন হয়রানীর অভিযুক্ত শিক্ষক ঢাকায় আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (টিএসসি) শিক্ষক সোহেল রানাকে শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে ঢাকা থেকে আটক করা হয়েছে। বুধবার (৩মার্চ) বিকালে ঢাকা শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ জানান, আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে। অভিযোগে জানাযায়, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে ১০ম শ্রেণির এক ছাত্রীকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (টিএসসি) অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক সোহেল রানা।
এরই মধ্যে তাকে বদলী করা হয়েছে। গত মঙ্গলবার (২মার্চ) ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
ওই দিন দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।



















