জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নজরুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নজরুল ইসলাম জয়রামপুর গ্রামের বাসিনন্দা।
আজ রবিবার দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিট্রেট দিলারা রহমান এই আদালত পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার জয়রামপুর চৌধুরিপাড়ার নজরুল ইসলাম গ্রামের মাঠের ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলো। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিট্রেট জানতে পেরে আজ দুপুরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) বিধান লঙ্ঘন করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা কাজে সহায়তা করেন, উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী জিহন আলি, দামুড়হুদা মডেল থানা পুলিশ ও নির্বাহী অফিসের রফিকুল ইসলাম।