কুষ্টিয়ায় ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৭:২৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১০৬৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছে থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টিল ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজাপুর এলাকার বিরাজ উদ্দিনের ছেলে মো. সোহাগ এবং একই গ্রামের আবু নাঈম।
কুষ্টিয়ার এসপি মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টিলব্রিজ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
ওই সংবাদের ভিত্তিতে এসআই মো. কায়েস সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টিলব্রিজ এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদেরকে আটক করে। তাদের তল্লাশি করলে দুই জনের কাছ থেকে ৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এসপি বলেন, আটক দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও মাদক নির্মূলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।



















