DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি আমের মুকুলে ব্যাপক ক্ষতি

DoinikAstha
মার্চ ১১, ২০২১ ৫:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেছে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকার ওপর দিয়ে এ ঝড় তথা দমকা হাওয়া বয়ে যায়। সাথে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে গাছের ছোট ছোট ডাল পালা ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

বিশেষত আমগাছের মুকুলের বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বুধবারের এ বৈশাখী ঝড়ে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৪০ কিলোমিটার দমকা হাওয়া ছিল। দিনের গড় তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাশে আদ্রতা ছিল ৮৮ শতাংশ।

রাত ৮টার দিকে প্রথমে ধূলিঝড়, পরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। কোথাও ঝড়ো বাতাসের গতি বেশি, আবার কোথাও বৃষ্টির গতি বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর জানায়, এই মৌসুমে এই ধরনের আবহাওয়া খুব স্বাভাবিক। ঋতু পরিবর্তন হচ্ছে। এই সময়ই শুরু হয় কালবৈশাখী ঝড়। খুব স্বাভাবিকভাবে ঝড়ো বাতাস আর বৃষ্টির দেখা মিলবে এই ঋতুতে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সামাদ বলেন, বৈশাখ মাস না হলেও এ সময় থেকেই আমাদের দেশে কালবৈশাখী ঝড় শুরু হয়। আসলে বাতাসের গতির ওপর নির্ভর করে আমরা কালবৈশাখী ঝড় বলি। আজকের দমকা হাওয়াকে কালবৈশাখী ঝড় বলা যাবে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে কিছু এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০