DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

লেডি গ্যাং লিডার সিমি ৩ দিনের রিমান্ডে

DoinikAstha
মার্চ ১৪, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামে তরুণীকে শাসানো ও মারধরের ঘটনায় গ্রেফতার লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমির তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের এসি (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহম্মদ বলেন, সিমিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এর প্রেক্ষিতে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয় পতেঙ্গা থানা পুলিশ। পরে রাতে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। সেই মামলায় সিমিকে গ্রেফতার দেখানো হয়।

সিমি নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মেয়ে। সম্প্রতি এক তরুণীকে শাসানো ও মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ফের আলোচনায় আসেন তিনি।

ভিডিওতে দেখা গেছে, পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি। ওই তরুণী মাফ চাইলেও বেশ উত্তেজিত দেখা গেছে এই লেডি গ্যাং লিডারকে। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা এক তরুণও সিমিকে সঙ্গ দিয়ে ওই তরুণীকে কয়েক দফা চড়-থাপ্পড় দেন। কিন্তু তখনো ক্ষান্ত হননি সিমি।

ওই তরুণীকে উদ্দেশ্য করে সিমি বলতে থাকেন- ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’।

বাসায় গিয়ে এক তরুণীকে মারধরের ঘটনায় গত বছরের ২৮ আগস্ট গ্রেফতার হয়েছিলেন সিমি। এর ছয় মাস পেরোতেই আবারো একই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন আলোচিত এই লেডি গ্যাং লিডার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]