সাভারে গোয়েন্দ পুলিশ সেজে ডাকাতি ও ছিনতাই করে, তাদেরকে আটক করেছে র্যাব
- আপডেট সময় : ০৪:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১০৭৯ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ রোববার ১৪ মার্চ সন্ধ্যায় হলে হাতে ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও বেতের লাঠি নিয়ে ঘুরে বেড়ায় ছিনতাইকারি রা, তার কারনে সাভারে বাসিরা বিরক্ত হয়ে উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্ট রাকিব মাহমুদ খাঁন। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৩টি ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাফ ও বেতের লাঠিসহ ১২টি মোবাইল জব্দ করা হয়।রাকিব মাহামুদ বলেন, ডাকাতির সময় গোপন সংবাদে রোববার ভোরে আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ১০ জন ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেফতার করা হয়। আটক কারীরা হলেন, বগুড়ার আশরাফুল ইসলাম, শেরপুর জেলার রুবেল মিয়া, সাকিব , কিশোরগঞ্জ জেলার আফিকুজ্জামান শরিফ , নেত্রকোনার রফিকুল ইসলাম, গোপালগঞ্জের রাসেল মুন্সি , নড়াইলের রুবেল মুন্সি , জামালপুরের ইউসুফ, কুষ্টিয়ার আবু তাহের ও টাঙ্গাইলের জেলার সুমন মিয়া। রাকিব মাহমুদ বলেন, সাভারের আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় একটি ডাকাত চক্র দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ও গাড়িতে ডাকাতি করে আসছিল। আটক করা হয়েছে ১০জন কে। ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে চুরি ডাকাতি ছিনতাই সহ দেশের বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।
















