সাভারে একজন পোশাক শ্রমিক আগুনে পুড়ে রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৫:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১১০২ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ শনিবার ১৩ মার্চ বেলা ১২ টার দিকে সাভার তেতুলঝোড়া ইউনিয়ন রাজফুলবাড়িয়ার নগরচর এলাকায় আতোউর রহমানের বাড়ি থেকে শরিফুল মোল্লা নামের একজন পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করছে পুলিশ। শরিফুল মোল্লার স্থায়ী বাড়ি রাজশাহীর বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্লার ছেলে। তিনি রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টিচ কারখানায় অপারেটর পদে কাজ করতো।স্থানীয়রা পুলিশকে জানায়, পোশাক কারখানা ছুটির পর বাসায় আসে শরিফুল। রাতে খেয়ে শরিফুল ও তার স্ত্রী সূর্য খাতুনকে নিয়ে ঘুমাতে যান। সকালে শরিফুলের আগুনে পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শরিফুলের স্ত্রী সূর্য খাতুনের কোন ক্ষতবিক্ষত হয় নাই।সূর্য খাতুনের সাথে কথা বলা হলে তিনি বলেন, শরিফুল অতিরিক্ত ধুমপান করতো। রাতের কোনো এক সময় সিগারেট থেকে আগুন লেগে তিনি মারা যান। তবে আগুন লেগে স্বামী মারা গেলেও বাঁচানোর চেষ্টা করেছে কিনা এমন কোন কিছুই জানা যায় নি আর সে বলে নাই।এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময় তাদের ঘরে আগুন লেগে যায়। এ ঘটনায় শরিফুল মারা যায়। তবে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। স্ত্রীর কোন ক্ষতবিক্ষত না হওয়াই স্বামী কিভাবে মারা গেলো, আর এটা রহস্যজনক মৃত্যু তা অবশ্যই তদন্ত করা হবে ।
















