সাভারে বংশী নদীতে ঝাপ দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু লাশ উদ্ধার করেছে ডুবুরি দল
- আপডেট সময় : ০৯:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ সোমবার ১৫ মার্চ সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে ঝাপ দেন বিকাশ ইসলাম।
বিকাশ ইসলাম কুষ্টিয়া জেলার আমান উল্লাহর ছেলে। সে রেডিওকলোনি এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাবা-মায়ের সাথে ভাড়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের।এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করত।এলাকাবাসী বলেন, রেডিওকলোনি এলাকা থেকে রোববার ১৪ মার্চ সন্ধ্যায় নিখোঁজ হয় বিকাশ। পরে তার জুতা সাভারের নামাবাজার এলাকার বংশী নদী থেকে উদ্ধার করা হয়। সেই জুতা দেখেই বিকাশ ইসলাম নদীতে ঝাঁপ দিয়েছে বলে ধারনা করে স্বজনরা। পরে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে পুরোপুরি নিশ্চিত হয় স্বজনরা। তার ফেইসবুকে স্ট্যাটাস ছিলো,” কৃতঙ্গতা জানাই আমার পরিবার, আত্মীয় স্বজন,বন্ধু বান্ধবী ও আমার প্রিয় মানুষটাকে। আমার কারো প্রতি কোন খোব, রাগ অভিমান নাই। যা করছি বাস্তবতার সাথে তাল না মেলাতে পারার জন্য করছি। আমি হেরে গেছি, আমি ব্যর্থ, অনেক ইচ্ছা ছিলো নিজে কিছু করে, বাবা মার সেবা যন্ত করার কিন্তুু বাস্তবতা আসলে কঠিন, যা অনেকে মেনে নিতে পারে আবার অনেকে পারে না, আমি না পারার দলেই পরলাম। মা পারলে মাফ করে দিয়ো।
ফায়ার সার্ভিস বলেন, রাতে আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। প্রায় ১১টার সময় নিহতের লাশ বংশী নদী থেকে উদ্ধার করা হয়।সাভার ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, বিকাশ ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার লাশ পরিবারের কাছে দেওয়ার জন্য কার্যকর্ম চলছে।
















