রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
শিক্ষাবিদ ও সাহিত্যিক উপাধ্যক্ষ রকিবুল হাসান বুলবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্মিলিত লেখক সমাজ রংপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মূঙ্গলবার(১৬ মার্চ) বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন।
সৃতিচারণ করেন বনমালি পাল, মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, আলাউদ্দীন মিয়া, আনওয়ারুল ইসলাম রাজু, সাংবাদিক ওয়াদুদ আলী, প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, কবি তৈয়বুর রহমান বাবু, সংগঠক রশিদুস সুলতান বাবলু, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, জাতীয় কবিতা পরিষদ রংপুর সভাপতি মনজিল মুরাদ লাভলু, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, ফিরে দেখা সম্পাদক সাকিল মাসুদ, কবি মজনুর রহমান, শরীফ উর রহমান সুমন, সঞ্চালনা করেন মৌচাক সম্পাদক ও ছড়া সংসদ রংপুর সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন। সবশেষে রকিবুল হাসান বুলবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী রাজু।
কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুম রকিবুল হাসান বুলবুলের সন্তান জোতি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শাহাজান মন্ডল, মৌচাক উপদেষ্টা সাহিনা সুলতানা, কবি নাজিরা পারভীন, কবি নাছরিন নাজ, কবি জাহিদ হোসেন, আহসান হাবিব রবু, সংগঠক বেলাল হোসেন, কবি এস এম মোরসালিন, কবি খালিদ সাইফুল্লাহ, কবি লাবিব, কবি রোমানুর রহমান রোমান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।