মোঃ ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ভিক্ষুকমুক্ত ও পূণর্বাসনে ঠাকুরগাঁওয়ের শত ভিক্ষুককে গবাদি পশু (গরু) প্রদান করা হয়। আজ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সদরের শত ভিক্ষুককের মাঝে পশুগুলো বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
এসময় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগনসহ অনেকে উপস্থিত ছিলেন। গবাদি পশু বিতরনের সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু প্রতিটি মানুষের পাশে ছিলেন। গরীব দুখী মানুষকে তিনি বেশি ভালবাসতেন। সে কারনে আমাদের এই উদ্যোগ আজ ১শ জন ভিক্ষুককে গবাদি পশু (গরু) বিতরন করা হলো। যারা গবাদি পশু পেয়েছেন তারা তা লালন পালন করে নিজের পরিবারের আয় বৃদ্ধি করবেন। পরবর্তিতে তাদের আর ভিক্ষা করতে হবে না। সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহন হয় বলে জানান তারা।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এর আগে সকাল ৯টায় প্রশাসন, রাজনৈতিক, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারালে পুস্পমাল্য অর্পন করেন।