DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

এক সবজির ব্যবহারেই মিলবে ত্বকের সব সমস্যার সমাধান

DoinikAstha
মার্চ ২২, ২০২১ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

শুধুমাত্র সুস্বাদু রান্নাতেই নয়, ত্বকের যত্নেও টমেটোর উপকারিতা অতুলনীয়। বাজারে এখন তাজা টমেটো খুব সহজেই পাওয়া যাবে। তাই ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে আপনি খুব সহজেই টমেটো ব্যবহার করতে পারবেন। টমেটোতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের রুক্ষতা ও কালো দাগ দূর করতে দারুণ কার্যকর।

ভারতের বিখ্যাত ফ্যাশনবিষয়ক সাময়িকী ফেমিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, টমেটোতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের বিরুদ্ধে লড়াই করে। টমেটো ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে। চলুন তবে জেনে নেয়া যাক রূপচর্চায় টমেটোর ব্যবহার সম্পর্কে-

সানবার্ন কমাতে

ত্বকে রোদে পোড়াজনিত সমস্যা সমাধানে কার্যকর টমেটো। অর্ধেক টমেটোর রস তৈরি করুন এবং তাতে দুই টেবিল চামচ বাটারমিল্ক মেশান। ভালোভাবে মেশানোর পর পুরো মুখে লাগান। ঠাণ্ডা পানি দিয়ে ধোয়ার আগে ১৫ থেকে ২০ মিনিট মিশ্রণটি ত্বকে রেখে দিন।

ক্লিনজার হিসেবে

দুটি লেবু নিন এবং চার ভাগ করে কাটুন। একটি পাত্রে সেগুলো আইস কিউবের সঙ্গে রাখুন। এবার সেখানে ২০টি পুদিনাপাতা ও অল্প টমেটো দিন। ওই পাত্রটিকে এবার এক ঘণ্টা ফ্রিজারে রাখুন। এরপর সেখান থেকে বের করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। পেস্টে দানাদার চিনি মেশান। এবার ত্বকে লাগান।

উক্ত পদ্ধতিগুলো ব্যবহার করুন। দেখবেন আপনার ত্বক হয়ে উঠেছে আরো কোমল ও উজ্জ্বল। এছাড়া রোদের কারণে হওয়া লালচে ভাব দূরীকরণে সাহায্য করে টমেটো।

তৈলাক্তভাব দূরীকরণে

টমেটো ত্বকের তৈলাক্তভাব দূর করে। একটি টমেটো অর্ধেক করে কাটুন। এরপর পুরো মুখে ঘষুন। দৈনিক এটি করলে ত্বকের তৈলাক্তভাব দূর হবে।

ত্বকের উজ্জ্বলতায়

একটি টমেটো নিন এবং পেস্ট তৈরি করুন। এবার ওই পেস্টে যোগ করুন দুই চা চামচ ফুলার’স আর্থ ও এক চা চামচ মিন্ট পেস্ট। এবার মিশ্রণটি মুখে লাগান এবং শুকাতে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬