কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পৌর এলাকায় ধানক্ষেত -র আবাদী কৃষি জমি জোর পূর্বক দখলে নিয়ে প্রভাবশালী মহলের মৎস্য চাষ প্রকল্প করার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার(২৪ মার্চ) দুপুরে দিকে জেলা সদরের ভেলাকোপা বাঁধের পাড় এলাকার ধানক্ষেতে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে । উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ১৫-২০ বিঘা এই জমিতে চাষাবাদ করে আসছি, পূর্ব পুরুষ ধরে ।
পূর্বে এ জমি আমাদের পূর্ব পুরুষদের নামে থাকলেও পরবর্তীতে বাঁধ তৈরীর সময় এটা সরকারি খাস জমিতে পরিণত হয়। স্থানীয় একটি মহল আবাদি জমি বেদখল করে মাছ চাষ করার প্রকল্প নিচ্ছে।
কুড়িগ্রাম পৌর এলাকায় কৃষি জমি জোর পূর্বক দখলে নিয়ে প্রভাবশালী মহলের মৎস্য চাষ প্রকল্প করার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় বক্তব্য রাখেন জমির পূর্ব মালিক আব্দুল বারেক, আবু বক্কর সিদ্দিক, হাফিজুর ড্রাইভার, গোলজার হোসেন, আকলিমা বেগম ও মালেকা বেওয়া প্রমুখ ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।