DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

করোনা টিকা নেওয়ার ৪২ দিন পর করোনায় আক্রান্ত সৈয়দ আশফাকুল ইসলাম টিটু

DoinikAstha
মার্চ ২৯, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

রায়হান জামান, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু করোনায় আক্রান্ত হয়েছেন।

 

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, গেল ১৫ই ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনার প্রথম ডোজ নেন। রবিবার (২৮ মার্চ) তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। নমুনা পরীক্ষায় সোমবার (২৯ মার্চ) তাঁর করোনা পজিটিভ ফলাফল আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি শহরের খড়মপট্টিস্থ বেগম রোকেয়া সড়কের নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

 

সৈয়দ আশফাকুল ইসলাম টিটু মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ভাতিজা হয়।

 

সুস্থতার জন্য তিনি সকলের কাছে দুয়া চেয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]