শিরোনাম:
কালিগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১১৪৯ বার পড়া হয়েছে
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি:
কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০-মার্চ) মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলার নলতা এলাকা থেকে ৯৮ পিস ইয়াবা সহ খোরশেদ মাতবর (৩৬) নামে আটক করে পুলিশ।
আটক মাদক কারবারি হচ্ছেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্না পালং গ্রামের মৃত আব্দুল জলিল আহম্মদ এর ছেলে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান, থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা উপজেলার নলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় খোরশেদ মাতবরের দেহ তল্লাশি করে ৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। আজ বুধবার উক্ত মাদক কারবারিকো আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদক কারবারি খোরশেদ মাতবরের নামে দেশের বিভিন্ন থানায় আরো ৫ টি মামলা রয়েছে।

























