শিরোনাম:
মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১০৫৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। চলমান করোনা পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এই সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়াও, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।























