DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে

DoinikAstha
মার্চ ৩১, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

করোনা মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনার একটি ছিল অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ করতে হবে। এরই মধ্যে সে নির্দেশনার বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, তার মন্ত্রণালয় এই নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করেছে।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অফিস-আদালতে অর্ধেক জনবলের বিষয়ে এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতির বিষয়টি বাস্তবায়ন শুরু হয়েছে। তার মন্ত্রণালয় এটি শতভাগ বাস্তবায়ন করেছে। আর অন্যান্য মন্ত্রণালয়গুলোও আগামী দু-একদিনের মধ্যে বাস্তবায়ন করবে এবং এ হার প্রায় ৭০ শতাংশ।

তিনি বলেন, ১৮ দফা বাস্তবায়ন করতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো নীতি লঙ্ঘন হলে সরকার সে ব্যাপারে সতর্ক থাকবে।

এর আগে গত সোমবার করোনা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলোর একটিতে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্পকারখানাগুলো ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী, অসুস্থ, বয়স ৫৫-ঊর্ধ্ব কর্মকর্তা-কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]