DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় শিশু অপহরণ: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

DoinikAstha
এপ্রিল ১, ২০২১ ৭:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিল্মি স্টাইলে কাজী ফারহান সিফাত নামে ৫ বছরের এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের কলেজপাড়ার নিজ বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার দন্ত চিকিৎসক কাজী সজীবের শিশু সন্তান সিফাত নিজ বাড়ির সামনে বুধবার বিকেলে খেলা করছিল। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই অপহরণকারী সিফাতের  হাতে জুসের প্যাকেট ধরিয়ে দেয়। এরপর শিশুটিকে  অপহরণ করে ।

শিশুটির স্বাজন ও স্থানীয়রা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করলেও এখনও পর্যন্ত খোঁজ পায়নি ।  রাতে অপহরণকারী চক্রের সদস্যরা শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তি পণ দাবি করে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অপহরণকারীরা দশ লাখ টাকা মুক্তি পণ দাবি করেছে।  শিশুটি উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৬
  • ১৬:৪২
  • ১৮:৫৪
  • ২০:২০
  • ৫:১৪