পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর অতর্কিত হামলা
- আপডেট সময় : ১২:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১০৬৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা প্রতিনিধি :
পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের উপর অর্তকিত হামলা চালিয়েছে কতিথ প্রেসক্লাবের নেতা বকুল উদ্দিন ও জিন্না মিয়া। এ ঘটনায় হামলাকারি বকুল উদ্দিন ও জিন্না মিয়া কে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।
জানা যায়, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ নির্বাচনে ভোটে পরাজিত হয়ে কয়েক মাস যেতে না যেতে পরাজিত সদস্যগণসহ স্থানীয় কয়েক নেতার ইন্ধনে নতুন প্রেসক্লাব গঠন করে। পলাশবাড়ী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি নিয়ে নানা অপপ্রচার করে ও পলাশবাড়ী প্রেসক্লাবের সদস্যদের হুমকি ধামকি অব্যহত রাখে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ০১ এপ্রিল দুপুর ২ টায় পলাশবাড়ী তিনমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের উপর অতর্কিত ভাবে হামলা করে, শার্টের কলার ধরে টানাহেচড়া ও কিল ঘুষি মারতে থাকে এ ঘটনায় স্থানীয়রা হামলাকারি বকুল উদ্দিন ও জিন্না মিয়াকে গণধোলাই দেয়।
উল্লেখ, পলাশবাড়ী উপজেলা প্রথমসারি সাংবাদিক ও সাংবাদিক নেতা সিরাজুল ইসলাম রতন সুস্থ্য রয়েছেন।


























