কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ টি ড্রেজার মেশিন ও বালু সরবরাহের প্লাস্টিকের পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলার ব্রহ্মপুত্র নদে ২ টি সোনাভরি নদীতে ৩ টি ও জালছিড়া নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫ টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়। ধ্বংস করা এসব ড্রেজার মেশিন ও পাইপের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। তবে ড্রেজার পরিচালনাকারীদের আটক করা যায় নি। অভিযান পরিচালনাকারীদের দেখেই তারা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনব্যাপী অবৈধভাবে চালিত এসব ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাজীবপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে উপজেলা এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস সাংবাদিকদের বলেন, অবৈধভাবে নদ-নদী থেকে বালু উত্তোলন করায় আজ ১০ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।