মো: ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সাড়া দেশের ন্যায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
২এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মহাসড়ক ও পৌর শহরের পূর্ব চৌরাস্তায় মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ জনকে সামান্য অর্থ জরিমানা করেন ।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও সহযোগিতা করেন পীরগঞ্জ থানার এএস আই মজিবর, মোস্তাফিজ, কালাম,ও আজাদ।
সহকারী ভূমি অফিসার তরিকুল ইসলাম বলেন সাড়া বিশ্বে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে তারই প্রেক্ষিতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও মাস্ক পরিধান করে চলাফেরা পরামর্শ দেন তিনি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।