DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই , ৫ গরু পুড়ে ছাই।

News Editor
এপ্রিল ১২, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই , ৫ গরু পুড়ে ছাই।

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে অগ্নিকান্ডে বসত বাড়িসহ এক অসহায় দিনমজুরের ৫টি গরু পুড়ে কয়লা হয়েগেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হয়। গত রোববার গভীর রাতে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া ভগবানপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ছাতুয়া ভগবানপুর গ্রামের আইয়ুব উদ্দিনের পুত্র আমিরুল ইসলাম পেশায় একজন দিনমজুর। আমিরুল তার স্ত্রী, সন্তান নিয়ে ১টি ঘরে গাদাগাদি করে বসবাস করতেন। অপর একটি গোয়াল ঘর। গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের শুত্রপাত ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখায় গোয়াল ঘরে থাকা ৪টি গাভী, ৩টি ছাগল, ৩০টি মুরগী, ১০টি হাঁস ও বসত ঘরে থাকা নগদ অর্থ, চাল, আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয় ।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছার আগেই দিনমজুর আমিরুলের সহায় সম্বল আগুনে পুড়ে ছাই করে দেয়। সে এখন নিঃস্ব। আমিরুল জানায়, পড়নের কাপড় ছাড়া ঘর থেকে আর কিছুই বের করে আনতে পারিনি। পরদিন সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অত্র ইউপি চেয়ারম্যান পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্থ্য পরিবারে নগদ অর্থ সহায়তা করেন ।

উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষে বাড়ী পুননিমার্নে ঢেউটিন, কম্বল, শুকনা খাবারসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০