জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা:
বাংলা নতুন বছরের প্রথম দিনে দ্বিতীয় ধাপে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধ সফল করতে কঠোর অবস্থানে চুয়াডাঙ্গার পুলিশ-প্রশাসন।
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই জেলার চার উপজেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশের একাধিক টিম।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নানা বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। এ ৯ দিনে জনগণের চলাচল নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনাগুলো বাস্তবায়নে রাজপথে তেমন তৎপরতা দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে, দ্বিতীয় ধাপে শুরু হওয়া লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ-প্রশাসন।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মার্কেট ও সড়ক ঘুরে দেখা গেছে, মানুষের চলাচল কিছুটা কম। মার্কেট বিপনী-বিতানগুলো বন্ধ রয়েছে। সড়কে গণপরিবহন চলাচল দেখা যায়নি। তবে, অল্প কিছু ব্যক্তিগত যানবাহন চলছে। গতবার সড়কে চোখে পড়ার মতো রিকশা চলাচল করতে দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই যাচ্ছে না সড়কে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম জানান, সরকারে বিধিনিষেধ কঠোরভাবে পালন করতে সর্বাত্মক পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনও কাজ করছে।
বুধবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ২০ এপ্রিল পর্যন্ত চলবে এ বিধিনিষেধ।