শিরোনাম:
সানন্দবাড়ীতে পলাতক আসামী গ্রেফতার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:১৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১০৭৬ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনের চর থেকে সিআর পরোয়ানার পলাতক।
আসামী গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ১৮ এপ্রিল রবিবার সন্ধ্যায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেন খান।
এর নেতৃত্বে এসআই সেলিম, এসআই সোহেল এসআই তরিকুল সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান পরিচালনা করে ডাংধরা ইউনিয়নের মাখনেরচর গ্রামের সিআর পরোয়ানার পলাতক আসামী মৃত আঃ রহমানের ছেলে মোঃ ওমেজ আলীকে (৫০) গ্রেফতার করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
















