DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নবাগত অভিনেত্রী  লিমা রোজা ও দৈনিক আস্থা

News Editor
এপ্রিল ২০, ২০২১ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

নবাগত অভিনেত্রী  লিমা রোজা।

সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধিঃ

লিমা রোজা। নবাগত অভিনেত্রী। মডেলিং করেছেন বেশ কিছু গানে, টিভিসি ও ওভিসিতে। অনেক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। আবার কিছু নাটকে নায়িকার চরিত্রেও করেছেন অভিনয়।  আবার নাও সিনামাতেও লিখিয়েছেন নাম। ভালোই চলছে সব কিছু। তো এরই ধারাবাহিকতায় আজেকের আস্থা’র এই সুন্দর আয়োজন। সাথেই থাকুন।

জানঃ কেমন আছেন লিমা আপা?

লিমাঃ আলহামদুলিল্লাহ ভালো  আছি ভাইয়া।

জানঃ দিনকাল চলছে কেমন?

লিমাঃ আলহামদুলিল্লাহ ভালোই চলছিলো তবে এখন করোনার লকডাউন এর জন্য পরিবেশ এতোটা ভালো  নয়। অনেক কাজ থাকার পরেও কাজ করা সম্ভব হচ্ছে না।

জানঃ অভিনয়ের কী খবর?

লিমাঃ ওই যে বললাম সব কিছু বন্ধ হয়ে আছে লকডাউন ও করোনার জন্য।

জানঃ ঈদের কোনো পরিকল্পনা আছে কী?

লিমাঃ ঈদের আগে বেশ কিছু  একক নাটকের কাজ করার কথা ছিলো তবে ৩য় দফা লকডাউন দেওয়াতে কি হবে তা  এখনি বলা সম্ভব হচ্ছে না।

জানঃ শুনলাম সিনেমায় অভিনয় করছেন – এই বিষয়ে একটু বিস্তারিত বলেন।

লিমাঃ জি আলহামদুলিল্লাহ, ঠিকই শুনেছেন, আমার প্রথম চলচিত্র নাও এর ১ম  লডের কাজ ভালোভাবে শেষ হয়েছে। ২য় লডের কাজ লকডাউন এর জন্য শুরু হয় নি।হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে। নাও হচ্ছে গ্রাম বাংলার উপর ভিত্তি করে নির্মিত একটি সিনেমা । যেখানে তুলে ধরা হয়েছে গ্রামীন ইতিহাস ও সংস্কৃতি। নাও চলচ্চিত্রের মাধ্যমে দর্শক ভিন্ন কিছু  উপভোগ করতে পারবেন।

নাও হচ্ছে পরিবারের সকল সদস্য এক সাথে বসে দেখার মতো একটা সিনেমা । এখানে আমার সহ শিল্পী হিসেবে অভিনয় করেছেন দিগন্ত। আরও একজন ডিরেক্টর ছিলেন যার কথা না বললেই নয় তিনি  কিশোর রব্বানি ভাইয়া যথেষ্ট ভালো মনের একজন মানুষ। চিত্রগ্রাহক ছিলেন আর এল লিপ্সন ভাইয়া। পুরো টিমই অসাধারণ ছিলো।আশা করি  দর্শক উপভোগ্য একটি সিনেমা   আমরা উপহার দিতে পারবো।

জানঃ গাড়ি চালাতে ভালোবাসেন জানি। তো কতো গতি তুলেছেন সর্বোচ্চ? লিমাঃ ঠিকই বলেছেন। গাড়ি চালাতে আমি খুবই পছন্দ করি। সর্বোচ্চ ১৩০ কি.মি.গতিতে চালিয়েছিলাম।

জানঃ আপনার আইডল কে?

লিমাঃ শাবানা মেম।

জানঃ প্রিয় কাজ আর অপ্রিয় কাজ কী?

লিমাঃ প্রিয় কাজ হচ্ছে ঘর গোছানো,  আর অপ্রিয় কাজ হচ্ছে কারও সাথে ঝগড়া  করা।

জানঃ কোনো রিলেশনে আছেন? 

আরো পড়ুন :  না খেয়ে থাকতে পারি, কিন্তু সহবাস ছাড়া থাকতে পারি না

লিমাঃ এই বিষয় আপাতত কোনো চিন্তা ভাবনা নেই।

জানঃ ডিরেক্টর ও প্রডিউসারদের প্রতি আপনার বিশেষ চাওয়া কী?

লিমাঃ তাদের প্রতি বিশেষ চাওয়া তারা যেনো নতুনদের কে বেশি বেশি কাজ করার  সুযোগ দেন, তাহলে আরও শিল্পী  উঠে আসবে।

জানঃ আপনাকে যদি দেশের প্রধানমন্ত্রী করা হয়ে তাহলে কী করবেন?

লিমাঃ সঙ্গে সঙ্গে পদত্যাগ করব, কারন আমি একজন অভিনয় শিল্পী, আমার কাজ হচ্ছে অভিনয় করা, আমি অভিনয় এর মধ্যে থাকতে চাই।

জানঃ দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো?

লিমাঃ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, আমি  দৈনিক আস্থার সাথে ছিলাম আছি  থাকবো। বাংলা চলচিত্র দেখবেন, আমাদেরকে সাপোট করবেন। আপনাকে ধন্যবাদ।

জানঃ আপনাকেও ধন্যবাদ আমার ও দৈনিক আস্থা’র পক্ষ থেকে।

আস্থা/এস.এস

আরো পড়ুন :  না খেয়ে থাকতে পারি, কিন্তু সহবাস ছাড়া থাকতে পারি না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৬
  • ১৬:৪২
  • ১৮:৫৪
  • ২০:২০
  • ৫:১৪