শিরোনাম:
দেওয়ানগঞ্জ পানিতে পড়ে শিশুর মৃতু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১০৪১ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার গ্রামের রবিউল আলমের শিশুপুত্র হোসাইন ( ৬) সবার অজান্তে বাড়ীর পাশে বিলের পানিতে ডুবে মারা যায়।
২১ এপ্রিল বুধরার সকাল ১০ টার সময় হেসাইনকে বাড়ীতে না দেখে আশেপাশে খোজাখোজির পর কোথায় পায়নি।
[irp]
পরে বাড়ীর পাশে বিলের পানি থেকে তার মুত দেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে। চর আমখাওয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য আঃ মান্নান ঘটনা সত্যতা স্বীকার করেন।
শিশুটির মৃত্যতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
















