DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য জেলায় জনবল নিয়োগ করবে মন্ত্রণালয়

News Editor
এপ্রিল ২২, ২০২১ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বত্য জেলায় জনবল নিয়োগ করবে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টারঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তিন পার্বত্য জেলায় জনবল নিয়োগের বিষয়টি তত্ত্বাবধান করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় জনবল নিয়োগ দিয়ে আসছে পার্বত্য জেলা পরিষদ।

তারই সূত্র ধরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা প্রস্তাবে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলায় গত ১৯ ফেব্রুয়ারি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

ইতিমধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশসহ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। পার্বত্য জেলা পরিষদের অধীনে নিয়োগের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি প্রায়ই হয়। নিয়োগে এ ধরনের অনিয়ম হওয়ায় যোগ্য চাকুরী প্রত্যাশীরা বঞ্চিত হচ্ছেন।

এতে সরকারের ভাবমূর্তি চরমভাব ক্ষুন্ন হচ্ছে। জবাবদিহিত ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে পার্বত্য জেলা পরিষদ গুলোর অধীনে সরকারি চাকুরিতে নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয ও বিভাগসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিবিড় তত্ত্বাবধান করতে পারে।

এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া যেতে পারে। ফেব্রুয়ারীতে পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে তিনি বিষয়টি অনুমোদন দেন। ফলে মন্ত্রী পরিষদ বিভাগ সকল বিভাগের সচিবদের চিঠির মাধ্যমে বিষয়টি ইতি মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০