ত্রিশালে ন্যায্যমূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রয়ে ক্রেতাদের স্বস্তি
- আপডেট সময় : ০৯:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ দেশব্যাপী করোনা (কোভিট-১৯) পরিস্থিতিতে ও রমজান মাস উপলক্ষ্যে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমান দুধ,ডিম ও মাংস বিক্রয়ের ফলে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় সারাদেশ ব্যাপী ভ্রাম্যমান দুধ,ডিম ও মাংস বিক্রয়ের কার্য্যক্রম চালু রয়েছে।
[irp]
তারই অংশ হিসেবে সোমবার ২৬ শে এপ্রিল পৌর বাজারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে দুধ,ডিম ও মাংস বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতাদের।
অদ্য বিক্রয় কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনে যান ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।তিনি রমজান ও লকডাউনের কারণে বাজারে যখন দ্রব্য মূল্য উর্ধগতি ঠিক তখন খামারিদের কাছ থেকে দুধ,ডিম,মাংস সংগ্রহ করে উপজেলা প্রাণীসম্পদ অফিসের পরিচালনায় চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.হারুন অর রশিদ।
















