DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় তিন যাত্রী নিহত

DoinikAstha
এপ্রিল ২৮, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় দুই নারীসহ ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ছয় জন। আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেনু বেগম, সজিব হোসেন ও জহুরা খাতুন। হতাহতদের বাড়ি শৈলকুপা উপজেলার দুধসর, ফুলহরি ও বড়দাহ গ্রামে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ইজিবাইকে করে কয়েকজন যাত্রী ঝিনাইদহ থেকে শৈলকুপা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকার ইজিবাইকটির পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। এ সময় ইজিবাইকটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেনু বেগম নামের এক নারী নিহত হন। আহত হয় আরও সাতজন।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। আহত মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বজলুর রশিদ জানান, হাসপাতাল থেকে লাশগুলো ফাঁড়িতে আনা হয়েছে। এখান থেকেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। প্রাইভেটকার চালককে শনাক্ত করা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০