শিরোনাম:
বাগেরহাটে বেড়ানোর কথা বলে নারী দলিল লেখককে গণধর্ষণ
News Editor
- আপডেট সময় : ০১:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১০২৭ বার পড়া হয়েছে
বাগেরহাটে বেড়ানোর কথা বলে নারী দলিল লেখককে গণধর্ষণ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বেড়ানোর কথা বলে নারী দলিল লেখককে গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই নারীর বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এর আগে বুধবার ওই নারী সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের বাসিন্দা দলিল লেখক আলমগীর হোসেন ও একই গ্রামের শোভন শেখ।
সদর থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় সহকর্মী হিসেবে ওই নারীকে বেড়ানোর কথা বলে নিজের গ্রামে নিয়ে যান আলমগীর। সেখানে একটি ঘরে চারজন মিলে তাকে গণধর্ষণ করে।
বুধবার থানায় মামলার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।