বিনা পরোয়ানায় পুলিশ কখন কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে
এ্যাডঃ আজাহার আলী, আদালত প্রতিবেদক গাইবান্ধা ।
ফৌজদারি কার্যবিধির ধারা নম্বর ৫৪ । এখানে বলা হয়েছে।
নয়টি ক্ষেত্রে পুলিশ (warrant ) পরোয়ানা ব্যতীত গ্রেফতার করতে পারবেন ।
১) আমল যোগ্য অপরাধের ক্ষেত্রে ।
২) কারন ছাড়া যার নিকট ঘর ভাঙার যন্ত্র পাওয়া যাবে।
৩) সরকার কর্তৃক ঘোষিত অপরাধী ।
৪) চোরাই মাল যার নিকট পাওয়া যাবে । বা সন্দেহ হলে।
৫) পুলিশের বা সরকারি কাজে বাঁধাদানকারি। বা পুলিশের হেফাজত হতে পলায়নকারী।
৬) প্রতিরক্ষা বাহিনী হতে পলায়নকারী।
৭) দেশের বাহিরে কৃত অপরাধী।
৮) পূর্বের দন্ডিত ব্যক্তি মুক্তি পাওয়ার পর মুচলেকার শর্ত ভঙ্গ করলে ।
৯) যাকে গ্রেফতারের জন্য কোন পুলিশ অফিসার হতে অনুরোধ পত্র আসে।
ইহা ছাড়াও ধারা ৫৫ নম্বরে উল্লেখ আছে ভবে ঘুরে অভ্যাস ও দস্যু প্রকৃতি ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে ।