আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়লেও সোমবার তা কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৪ হাজার। সর্বশেষ পরিসংখ্যানে দৈনিক মৃত্যুও নেমে এসেছে সাড়ে তিন হাজারের নিচে।
সোমবার (৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। যা রোববারের তুলনায় প্রায় ২৪ হাজার কম। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে।
প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। রোববার সেই সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০-তে গিয়ে ঠেকে। তবে সোমবারের পরিসংখ্যনে দৈনিক মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪১৭ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনে।
ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৬৪ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৪ লাখ ১৪ হাজার।