আন্তর্জাতিক ডেস্কঃ করোনা পরিস্থিতিতে বিশেষ শর্ত ও বিধি নিষেধ মেনে এ বছর হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।রোববার (৯ মে) দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্য, নিরাপত্তা ও নিয়ম মেনে হজের আয়োজন করা হবে। সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে।
বিশেষ শর্ত, পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনার বিষয়টি পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এর আগে সৌদি আরবের কর্মকর্তারা জানান, করোনা মহামারির কারণে চলতি বছর বিদেশিরা হজের অনুমতি পাবেন কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুমতি নাও দেওয়া হতে পারে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।