DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

DoinikAstha
মে ১৫, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

চৌধুরী নুপুর নাহার তাজ :দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তাজমুল (৪০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়েছে। থানা পুলিশ হত্যাকান্ডের সহিত জড়িত থাকার সুবাদে ৬ জনকে আটক করেছে।

 

১৫ মে শনিবার সকাল আনুমানিক ৬ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের দূর্গাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

প্রত্যক্ষদর্শিসূত্রে জানা গেছে, স্কুল এন্ড কলেজের পিছনেই দূর্গাপুর এলাকায় বসবাসরত বয়োবৃদ্ধ মোঃ আজোমদ্দিনের (৭০) এর সঙ্গে প্রতিবেশি ময়নুল ইসলামের (৬০) গরুর গোবরের ডালিকে কেন্দ্র করে গত ১৪ মে শুক্রবার ঈদের দিন বিকেল থেকে ঝগড়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে উভয়পক্ষের মধ্যে কুতুবডাঙ্গা হতে বেলতলী বাজার রাস্তার উপরে দেশীয় অস্ত্র দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।

এসময় প্রতিবেশি অফুর শাহের পুত্র দিনমজুর তাজেমুল (৪০) ইসলাম ঝগড়া থামাতে এগিয়ে আসলে ময়নুল ইসলামের পক্ষের শাবলের আঘাতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় ও প্রতিপক্ষ বয়োবৃদ্ধ আজোমদ্দিন (৭০), তার মেয়ে বুলবুলি আকতার (৩৫) ও নাতি সুমন ইসলাম ১৭) গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসি একত্রিত হয়ে এসময় ময়নুল ইসলামসহ তার পুত্র শাহাজাহান আলী (২৮), শাহিন আলী (২৪) , মেয়ে মমতাজ বেগম (২৬), মেয়ে জামাই সেরাজ উদ্দিন (৩০) ও স্ত্রী শাহনাজ বেগম (৫০) কে আটক করে থানায় সংবাদ দেয়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক ও মরদেহের সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

 

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় মৃত ব্যাক্তির স্ত্রী উম্মে কুলসুম (৩২) বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০