DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নিজেকে গ্রেপ্তারের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

DoinikAstha
মে ১৭, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজের দলের মন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে নিজেই কলকাতার গোয়েন্দা দপ্তরে হাজির হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও সাবেক মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে আটক করে আনা হয় সিবিআই কার্যালয় নিজাম প্যালেসে। কোনও নোটিশ ছাড়াই ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে এনে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার সকালে ফিরহাদ হাকিমকে চেতলার বাড়ি থেকে সিবিআই নিয়ে যাওয়ার পর মমতা নিজেই ছুটে তার বাড়িতে। তারপর সেখান থেকে সোজা চলে যান নিজাম প্যালেসে। বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ বলেন, ‘নারদ মামলায় আমাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বিনা নোটিশে স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেপ্তার করা হলো। আমি আদালতে দেখে নেব।’

সোমবার সকালেই মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। কাছাকাছি সময়ে নিজাম প্যালেসে আনা হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও।

এরপর হুইল চেয়ারে করে গোয়েন্দা দপ্তরের সামনে গিয়ে অনশন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর আসার কারণ জানতে চাইলে মমতা বলেন, ‘ওদের সঙ্গে দেখা করতে এসেছি।’ এরপর সিবিআই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেই গোয়েন্দা কর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকেও গ্রেপ্তার করুন। নোটিশ ছাড়া ওদের কেন এনেছেন।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০