DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় সংবাদকর্মীদের মানববন্ধন

DoinikAstha
মে ১৯, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় সংবাদকর্মীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার সংবাদকর্মীরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে অংশ নিয়ে চুয়াডাঙ্গার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় সংবাদকর্মীদের সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘দেশের প্রথিতযশা অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবে না। নিজেদের অপকর্ম ঢাকতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রোজিনা ইসলামকে অপরাধী সাজানোর চেষ্টা করছে।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে গণমাধ্যমকর্মীরা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অসত্য।অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামী চুয়াডাঙ্গার গণমাধ্যমকর্মীরা স্বেচ্ছায় কারাবরণের হুমকি দেন।

চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, সুজনের সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাহিত্য পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উদীচীর সাধারণ সাধারণ সম্পাদক হাবিবী জহির রায়হান, সাংস্কৃতিক সংগঠন অরন্দিমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আঞ্চলিক ইতিহাস গবেষক লেখক রাজিব আহমেদ, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম, সাংবাদিক জাহিদুল ইসলাম,আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রহমান মুকুল, জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক মিঠুন মাহমুদ ও দর্শনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন।

মানববন্ধনে চুয়াডাঙ্গা জেলার চারটি প্রেস ক্লাবের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০