DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রোজিনা গ্রেফতারের প্রতিবাদে রংপুর টিসিএ’র মানববন্ধন

DoinikAstha
মে ২০, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক রোজিনা গ্রেফতারের প্রতিবাদে রংপুর টিসিএ’র মানববন্ধন

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃপেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের উদ্যোগে মানববন্ধন সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশ হয়েছে।এতে একাত্বতা প্রকাশ করে অংশ নেয়, রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর সাংবাদিক কল্যান সমিতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জনতার রংপুর, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখা, নিপীড়নের বিরুদ্ধে রংপুর।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

টিসিএ-রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি শাহ্ নেওয়াজ জনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মাহবুব রহমান, আফতাব হোসেন, জাভেদ ইকবাল, মেরিনা লাভলী, জনতার রংপুরের আহŸায়ক ডাঃ সৈয়দ মামুনুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আসাদুজ্জামান আফজাল, বাসদের সদস্য আহসানুল আরেফিন তিতু, নিপীড়নের বিরুদ্ধে রংপুরের আহŸায়ক পলাশ কান্তি নাগ প্রমুখ।

এ সময় টেলিভিশনের ক্যামেরাপার্সনরা রাস্তায় ক্যামেরা, স্ট্যান্ড রেখে সড়ক অবরোধ করে কর্মসূচী পালন করে।সমাবেশে বক্তারা বলেন, করোনাক্রান্তিতে স্বাস্থ্য খাতের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা দূর্নীতির স্বর্গরাজ্য করে তুলেছে রাষ্ট্রের টাকা তছরুপ করেছে।

দেশ ও জনগণের কল্যানে অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম এসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ধারবাহিক প্রতিবেদন করায় সুযোগ বুঝে তাকে হেনস্থা, শারীরিক নির্যাতন করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

রংপুরের সাংবাদিক সমাজ অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যথায় রংপুর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন সাংবাদিকরা।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০