মৃত্যুশয্যায় রোগীকে কালেমা শোনালেন হিন্দু চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্কঃকরোনা সংকটের মাঝে ভারতে সম্প্রীতির অন্যন্য নজির গড়লেন এক নারী চিকিৎসক। কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুপথযাত্রী মুসলিম নারীর জন্য কালেমা পাঠ করেছেন তিনি।
সাধারণত মৃত্যুপথযাত্রী মুসলিমদের নিকট আত্মীয় বা কাছের মানুষ এই প্রথা পালন করে থাকেন। তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগমুহূর্তে সেই রোগী ইশারায় ডাক্তারকে কাছে ডাকলে তিনি বুঝতে পারেন তার সময় ফুরিয়ে এসেছে। তাই কালক্ষেপণ না করে রোগীর কানের কাছে ইসলাম ধর্মের পবিত্র বাণী কালেমা পড়ে শোনান ডা: কৃষ্ণা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এ ঘটনার পর চিকিৎসক কৃষ্ণা তার এক সহকর্মীর সঙ্গে ব্যাপারটি আলোচনা করেন। পরে সেই সহকর্মী বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। ভাইরাল এই ঘটনা ব্যাপক প্রশংসা পেয়েছে ফেসবুক ও টুইটারে।
ডা: কৃষ্ণা জানান, তার জন্ম ও বেড়ে ওঠা দুবাইতে। তাই মুসলিমদের অনেক প্রথা সম্পর্কে অবহিত ছিলেন। তবে এ ঘটনাকে শুধুমাত্র চিকিৎসক হিসেবে নিজের কর্তব্য বলেই মনে করছেন তিনি।
নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে সম্প্রীতির নতুন উদাহরণ সৃষ্টি করেছেন এই চিকিৎসক – এমনটাই বলছেন ভারতের সাধারণ মানুষ।