DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় করোনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

DoinikAstha
মে ২৯, ২০২১ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় করোনায় আরও একজনের মৃত্যু

 

জেলা প্রতিনিধিঃ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় আব্দুল মান্নান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আব্দুল মান্নান (৫০) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম বলেন, বৃহস্পতিবার (২৭ মে) আব্দুল মান্নান জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। ওই দিন সংগৃহীত নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এর পর শুক্রবার (২৮ মে) আব্দুল মান্নানকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৫৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১১ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেলেন ৬৭ জন।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬