ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পাকেরহাটে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে ক্রেতা বিক্রেতার উভয়ের কাছে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগের সূত্র ধরে সরেজমিনে গত শনিবার পাকেরহাট ঘুরে দেখা যায়, কোটি টাকার উপরে হাটের ইজারা মূল্য হলেও বাড়েনি নাগরিকদের সেবার মান। বরং ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে বাড়তি ভাবে আদায় করা হচ্ছে খাজনা। হাটের দৃশ্যমান কোন স্থানে প্রদর্শন করা হয়নি খাজনা মূল্যের চার্ট। এ নিয়ে খাজনা আদায়কারীদের সাথে ক্রেতা-বিক্রেতাদের সাথে প্রতিনিয়ত দেখা যায় দ্বন্দ্ব ও তর্ক-বিতর্ক।

[irp]

এ হাট সপ্তাহে ২দিন শনি ও মঙ্গলবার বসে। গরু ক্রয়-বিক্রয়ে ক্রেতার কাছে ৪০০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও বিক্রেতার কাছে অতিরিক্ত ৫০ টাকা আদায় করা হচ্ছে। প্রতিটি ছাগলের খাজনায় ১০০ টাকার স্থানে অতিরিক্ত ৫০ টাকা নিচ্ছে । প্রতিটি সাইকেলে বিক্রেতার কাছে ১২৫ টাকা নেওয়ার কথা থাকলেও বিক্রেতার কাছে ১২০ টাকা নিয়ে আবার ক্রেতার কাছেও অতিরিক্ত ৬০ টাকা খাজনা আদায় করা হচ্ছে। এছাড়াও প্রতি মণ রসুন ১৯ টাকা খাজনা আদায়ের কথা থাকলেও প্রতিমণ রসুনে খাজনা নিচ্ছে ৪০ টাকা। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

[irp]

খাট কিনতে আসা আঙ্গারপাড়া গ্রামের যুগিপাড়া এলাকার আব্দুল বারি বলেন, আমি একটি খাট কিনেছি। যার খাজনা মূল্য ২৫ টাকা নেওয়ার কথা থাকলেও আমার কাছে নেওয়া হয়েছে ৭৫ টাকা। এ বিষয়ে খাজনা আদায়কারীদের সাফ কথা যা চাইছি তাই দিতে হবে। একটি টাকাও কম নেওয়া হবে না।

ছাগল কিনতে আসা বালাডাঙ্গী গ্রামের নাম মোজাহার হোসেন বলেন, আমাদের কাছে ক্রেতা ও বিক্রেতার উভয়ের মিলে ১৫০ টাকা খাজনা নিয়েছে।

গরু কিনতে আসা হোসেনপুর গ্রামের ওবাইদুল রহমান বলেন, আমার জানামতে গরু ক্রেতাকে খাজনা দিতে হয়। কিন্তু খাজনা আদায়কারীরা আমার কাছে ৪০০ টাকা নেওয়ার পরেও বিক্রেতার কাছেও ৫০ টাকা নেয়া হয়েছে।

[irp]

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খাজনা আদায়কারী বলেন, খাজনা আদায়ে অতিরিক্ত যে টাকা নেয়া হয় তা রশিদ লেখক ও হাটে ভলান্টিয়ারদের পারিশ্রমিক হিসেবে প্রদান করা হয়।

পাকেরহাট হাট কমিটির সভাপতি ও আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ বলেন, বাড়তি খাজনা আদায় বন্ধে বরাবরই চেষ্টা করে যাচ্ছি। এটি বন্ধ হলে ক্রেতা-বিক্রেতাদের হাটে বেচাকেনা করতে আগ্রহ বাড়বে।

পাকেরহাটের ইজারাদার মোঃ আতিকুর রহমান মুঠোফোনে বলেন, পূর্বের নিয়মানুযায়ী খাজনা আদায় করা হচ্ছে। বাড়তি আদায় বলতে কিছু নেই। বাড়তি যা আসে তা দিয়ে ভলন্টিয়ারদের পারিশ্রমিক প্রদান করা হয়।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে খাজনা আদায়ের কোনো নিয়ম নেই। এ বিষয়ে হাটের ইজারাদারকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যদি খাজনা আদায়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে ইজারাদারের ইজারা বাতিল করা হবে। সরকার নির্ধারিত খাজনা উল্লেখ করে বাজারে ইজারাদারকে চার্ট টানিয়ে দেয়ার নির্দেশনাসহ খাজনা আদায়ের সময় রশিদ দেওয়ার নির্দেশ দিয়েছি।

[irp]

ট্যাগস :

পাকেরহাটে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৬:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে ক্রেতা বিক্রেতার উভয়ের কাছে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগের সূত্র ধরে সরেজমিনে গত শনিবার পাকেরহাট ঘুরে দেখা যায়, কোটি টাকার উপরে হাটের ইজারা মূল্য হলেও বাড়েনি নাগরিকদের সেবার মান। বরং ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে বাড়তি ভাবে আদায় করা হচ্ছে খাজনা। হাটের দৃশ্যমান কোন স্থানে প্রদর্শন করা হয়নি খাজনা মূল্যের চার্ট। এ নিয়ে খাজনা আদায়কারীদের সাথে ক্রেতা-বিক্রেতাদের সাথে প্রতিনিয়ত দেখা যায় দ্বন্দ্ব ও তর্ক-বিতর্ক।

[irp]

এ হাট সপ্তাহে ২দিন শনি ও মঙ্গলবার বসে। গরু ক্রয়-বিক্রয়ে ক্রেতার কাছে ৪০০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও বিক্রেতার কাছে অতিরিক্ত ৫০ টাকা আদায় করা হচ্ছে। প্রতিটি ছাগলের খাজনায় ১০০ টাকার স্থানে অতিরিক্ত ৫০ টাকা নিচ্ছে । প্রতিটি সাইকেলে বিক্রেতার কাছে ১২৫ টাকা নেওয়ার কথা থাকলেও বিক্রেতার কাছে ১২০ টাকা নিয়ে আবার ক্রেতার কাছেও অতিরিক্ত ৬০ টাকা খাজনা আদায় করা হচ্ছে। এছাড়াও প্রতি মণ রসুন ১৯ টাকা খাজনা আদায়ের কথা থাকলেও প্রতিমণ রসুনে খাজনা নিচ্ছে ৪০ টাকা। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

[irp]

খাট কিনতে আসা আঙ্গারপাড়া গ্রামের যুগিপাড়া এলাকার আব্দুল বারি বলেন, আমি একটি খাট কিনেছি। যার খাজনা মূল্য ২৫ টাকা নেওয়ার কথা থাকলেও আমার কাছে নেওয়া হয়েছে ৭৫ টাকা। এ বিষয়ে খাজনা আদায়কারীদের সাফ কথা যা চাইছি তাই দিতে হবে। একটি টাকাও কম নেওয়া হবে না।

ছাগল কিনতে আসা বালাডাঙ্গী গ্রামের নাম মোজাহার হোসেন বলেন, আমাদের কাছে ক্রেতা ও বিক্রেতার উভয়ের মিলে ১৫০ টাকা খাজনা নিয়েছে।

গরু কিনতে আসা হোসেনপুর গ্রামের ওবাইদুল রহমান বলেন, আমার জানামতে গরু ক্রেতাকে খাজনা দিতে হয়। কিন্তু খাজনা আদায়কারীরা আমার কাছে ৪০০ টাকা নেওয়ার পরেও বিক্রেতার কাছেও ৫০ টাকা নেয়া হয়েছে।

[irp]

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খাজনা আদায়কারী বলেন, খাজনা আদায়ে অতিরিক্ত যে টাকা নেয়া হয় তা রশিদ লেখক ও হাটে ভলান্টিয়ারদের পারিশ্রমিক হিসেবে প্রদান করা হয়।

পাকেরহাট হাট কমিটির সভাপতি ও আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ বলেন, বাড়তি খাজনা আদায় বন্ধে বরাবরই চেষ্টা করে যাচ্ছি। এটি বন্ধ হলে ক্রেতা-বিক্রেতাদের হাটে বেচাকেনা করতে আগ্রহ বাড়বে।

পাকেরহাটের ইজারাদার মোঃ আতিকুর রহমান মুঠোফোনে বলেন, পূর্বের নিয়মানুযায়ী খাজনা আদায় করা হচ্ছে। বাড়তি আদায় বলতে কিছু নেই। বাড়তি যা আসে তা দিয়ে ভলন্টিয়ারদের পারিশ্রমিক প্রদান করা হয়।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে খাজনা আদায়ের কোনো নিয়ম নেই। এ বিষয়ে হাটের ইজারাদারকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যদি খাজনা আদায়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে ইজারাদারের ইজারা বাতিল করা হবে। সরকার নির্ধারিত খাজনা উল্লেখ করে বাজারে ইজারাদারকে চার্ট টানিয়ে দেয়ার নির্দেশনাসহ খাজনা আদায়ের সময় রশিদ দেওয়ার নির্দেশ দিয়েছি।

[irp]