পাবনার হত্যা মামলায় চার্জশিট ভুক্ত ফজলু মেম্বার দাপিয়ে বেড়াচ্ছেন এলাকায়
স্টাফ রিপোর্টার :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-আফড়া নামক এলাকার মুন্নাফ বিশ্বাসের ছেলে হত্যা মামলার আসামি, ভূমি দস্যু ও রাতের অন্ধকারে রাস্তার পাশের গাছ নিধন কারি ফজলু বিশ্বাস (মেম্বর) প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছেন। নিরব ভূমিকায় প্রশাসন, এ জেনো দেখার কেউ নেই।
উল্লেখ্য গত ২০১৫ সালের ১১ জুলাই পাবনা জেলার সুজানগর থানাধীন বিলক্ষেতুপাড়া আজাহার আলী মন্ডলের ছোট ছেলে আবু বক্কার মন্ডল (৩০) খুন হওয়া মামলায় চার্জশিট ভুক্ত আসামী তিনি।
এছাড়াও তিনি চর-আফড়ার চলাচলের আঞ্চলিক সড়কের ১.৫ কিলোমিটারের পাশে থাকা কাঠ ও ফল গাছ রাতের আঁধারের কেটেছে। এছাড়াও রাস্তা পুননির্মাণ হলেই সে রাস্তার পাশের মাটি কেটে বিক্রি করে। অবৈধ ভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রভাবশালী ব্যক্তি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় প্রভাবশালী চক্র ফজলু মেম্বার, সবুজ মেম্বার, কাসেম, মতিন, সেলিম, মানজু, বাহারুল, আমিরুল, আসলাম প্রমুখ রাস্তার গাছ ও মাটি কাটার নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বের জোরে কর্মীরা দিনের পর দিন সড়কের পাশে থাকা গাছ কেটে পরিবেশকে হূমকির সম্মুখীন দাঁড় করাচ্ছে। ঠিক একইভাবে করছে ভূমির অবক্ষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, রাস্তার পাশের থাকা মেহগনি, শিশু ও কাঁঠাল গাছ রাতের অন্ধকারে কাটে তারা। কিছু গাছের ডাল পালা দিনে কাটে আর রাতে গাছ কেটে নিয়ে যায় এই চক্রটি। তিনি আরো বলেন রাস্তার থেকে লক্ষ লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছে। এ ছাড়াও রাস্তার পাশের মাটি কেটে নিয়ে যায় রাতে, এতে ব্যাবহার করে ড্রাম ট্রাক।
এছাড়াও উক্ত এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছে যে, গাছ ও মাটি কাটায় বাধা দিতে গেলে স্থানীয়দের উপর হুমকি দেয় প্রভাবশালী চক্র। তবে প্রশাসন এদিকে নজর দেয় না এবং কোনো প্রকার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেনা।