জামালপুরে কঠোর লকডাউন আরোপ
- আপডেট সময় : ১০:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১০৭০ বার পড়া হয়েছে
জামালপুরে কঠোর লকডাউন আরোপ
জামালপুর পৌরসভা এলাকায় করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণের পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
লকডাউন কার্যকর করতে ১০টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার সন্ধ্যায় জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ১৩ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত পৌর এলাকায় এ আদেশ বলবত থাকবে। একই সঙ্গে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
করোনার শুরুর দিকে ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ছিল বেশি। তবে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর গত এক সপ্তাহে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ দ্বিগুণ হয়েছে। শনাক্তের দিক থেকে এখন ঢাকা বিভাগ তৃতীয় স্থানে। সবচেয়ে বেশি শনাক্ত রাজশাহীতে।
দেশের পশ্চিম সীমান্তের শহরগুলোয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও যশোরের অবস্থা উদ্বেগজনক।
[irp]
















