DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে নিখোঁজ হওয়া  বক্তা আবু ত্ব-হা সন্ধান চেয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম

DoinikAstha
জুন ১৬, ২০২১ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুরে নিখোঁজ হওয়া  বক্তা আবু ত্ব-হা সন্ধান চেয়ে ২৪ ঘন্টার আল্টিমেটা

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার তিনজন সফর সঙ্গীর সন্ধানের দাবিতে বিভিন্ন ব্যানারে মানববন্ধন করেছে রংপুরের সর্বসাধারণের জনগন।

মঙ্গলবার বিকেলে রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেয় বিভাগীয় কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন, নিপীড়নের বিরুদ্ধে রংপুর,জেলা মটর শ্রমিক ইউনিয়ন, সচেতন রংপুর বাসি সহ বিভিন্ন সংঘঠন।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এর মধ্যে নিখোঁজ আদনান সহ তাদের সাথিদের খুজে পাওয়া না গেলে কঠোর অবস্থান গ্রহন করবে বলে জানিয়েছে। এসময় আদনানের ভাই ফাহিম বলেন,আমার ভাইকে ফিরিয়ে দিন,সে কোন প্রকার জঙ্গী সংগঠনের সাথে জড়িত নয়।

তিনি আরো বলেন,আমার ভাই যদি কোন অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিবেন কিন্তু তার খোজ দিন। মানববন্ধনের সভাপতি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হানিফ খান সজিব বলেন,২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের ভাইকে ফেরত দেয়া না হয় তাহলে আমরা কঠোর অবস্থান গ্রহন করবো।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

এছাড়াও তিনি মানববন্ধনে আসা সকল সংগঠনের নেতা কর্মী সহ রংপুরের সাধারণ জনগনকে পাশে থাকার আহবান জানান। এছাড়াও আরো বক্তব্য রাখেন এড.রায়হান কবির,আহমেদ বাবু,রাশেদুজ্জামান রাশেদ,ইয়াসিন আরাফাত সহ আরো অনেকে। উল্লেখ্য

গত ১০ জুন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা কিন্তু মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত তারসাথে সব যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। এতে ভীত হয়ে পরেন আদনানের পরিবার। আদনানের নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেছেন তার স্ত্রী।

বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা একজন ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের নিখোঁজ হবার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাঁচদিনেও হদিস মেলেনি এই ইসলামী বক্তার আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০