পাংশার পাঁইজোর বাজারে রাতের আঁধারে নির্মাণাধীন দোকান ঘর ভাঙ্গলো দুর্বৃত্তরা
স্টাফ রিপোটারঃ রাজবাড়ীর পাংশা উপজেলাধীন পাঁইজোর বাজারে সাইফুল ইসলাম (জাকির) (৪২) এর নির্মাণাধীন দোকান ঘর রাতের অন্ধকারে ভেঙে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হয়েছে এটা পূর্বশত্রুতার জের ধরেই হয়েছে। ঘটনা স্থলে গিয়ে জানা যায়, পাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আমির খাঁ এর চার ছেলে সাইফুল ইসলাম (জাকির), সরোয়ার জাহান (ফারুক), জাহাঙ্গীর হোসেন ও এনামুল হক ওই বাজারের জমি মালিক পারিবারিক সূত্রে।
তবে এনামুল হক ছাড়া বাকি তিন জন তাদের স্ত্রীর নামে ও জমি দলিল করে দিয়েছে। রাতের অন্ধকারে নির্মাণাধীন ঘর ভাঙ্গার বিষয়ে সাইফুল ইসলাম জাকির বলেন, আমাদের এই জমি আমার দীর্ঘ ৫০ এর ও অধিক সময় ধরে ভোগ দখল করে আসছি। এই জমির পূর্ব পাশে রাস্তা ও পশ্চিম পাশে নদী ফলে এই জমি নিচু হওয়ায় তেমন কোন ফসল হয় না। আমার বাপ দাদার এই জমির অংশীদারগণ তাই এই জমির অংশ না নিয়ে ৫০ বছর আগেই অন্য ফসলি জমি ভোগ দখল করে আসছে।
বর্তমানে আমি ও আমার ভায়েরা মিলে ওই নিচু জাইগা বাইরে থেকে বালু এনে ভরাট করেছি। এমন কি আমরা ও জাইগাতে ঘর করলে সেটা রাতের আঁধারের শত্রুতা করে ভেঙে তছনছ করে দিয়েছে। তবে এর কিছু দিন আগের আমার পিতার ফুপাতো ভাই আজিজ খাঁ (৭৫) তার মেয়ে ফাহিমা খাতুন কে অংশীদার হিসেবে ওই জমির অংশ বিশেষ লিখে দেন। যদিও আজিজ খাঁ এর ৮ মেয়ে ২ ছেলে, সে মাত্র এক জন কে দলিল করে দেন বলে জানা যায়। তথ্য সংগ্রহ করতে গেলে জানাযায়, ফাহিমা খাতুন ওই জমির অংশ বিশেষ মালিক হিসেবে রাজবাড়ী ম্যাজিস্ট্রেট কোটে একটা মামলা দায়ের করেছেন।
তিনি ওই মামলার কপিতে উল্লেখ্য করেন, সে নিজে ওই জমিতে বালু দিয়ে ভরাট করেছে। কিন্তু স্থানীয়দের মাধ্যমে জানাযায় ওই জমিতে সাইফুল ইসলাম ও তার ভায়েরা বালু দিয়ে ভরাট করে ঘর নির্মাণ করছিলো। এক দিন রাতের অন্ধকারে সেই ঘর গুলো ভেঙে তছনছ করে দেয় দুর্বৃত্তরা। তবে এই বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ফাহিমা খাতুন এর স্বামী অস্ত্র ধারি সন্ত্রাসী রাসেল তার বাহিনী দিয়ে পরিকল্পিত ভাবে আমার নির্মাণাধীন ঘর ভেঙেছে। এ বিষয়ে ফাহিমা খাতুনের স্বামী রাসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।