পাংশা থানা এলাকায় ওসি মাসুদুর রহমান নিজে থেকে স্টিকার লাগাচ্ছেন
- আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১০৩৪ বার পড়া হয়েছে
পাংশা থানা এলাকায় ওসি মাসুদুর রহমান নিজে থেকে স্টিকার লাগাচ্ছেন
আবুল কালাম আজাদ,রাজবাড়ীঃ
আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। “বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন“ এই স্লোগান কে সামনে রেখে পাংশা মডেল থানা বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে বাড়ী বাড়ী গিয়ে ষ্টিকার বিতরণ করেছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সহ থানা পুলিশের সদস্যরা এ কর্মসূচী পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র এ,এস,সি সুমন কুমার সাহা, পাংশা উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভূমি সহকারী কমকর্তা নুজহাত তাসনীম আওন
, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল প্রমুখ।
গত কয়েক মাস ধরে পাংশা মডেল থানার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও আরো পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন।
প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে। এর মাধ্যমে দ্রুত পুলিশিং সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে প্রত্যন্ত অঞ্চলে। এ কার্যক্রম আরো বেগবান করার জন্য বিট পুলিশিং বাড়ী বাড়ী গিয়ে ষ্টিকার লাগিয়ে দিচ্ছেন।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে এবং ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রত্যক্ষ তত্বাবধানে জনগণের দোর গোড়ায় পুলিশিং সেবা পৌছে দেওয়ার জন্য পাংশা মডেল থানা পুলিশ উপজেলায় বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বার সম্বলিত ১২ টি বিট এলাকায় প্রতিটি বাড়ীতে সাটানোর জন্য ২০ হাজার স্টিকার বিতরণ করছে।
এছাড়াও বিট পুলিশিং-এ আমরা ব্যাপক সারা পাচ্ছি। জনগণ উপকৃত হচ্ছে বলে আমরা জানতে পারছি। বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষেই আমরা বাড়ী বাড়ী গিয়ে প্রত্যেকের দরজার এ ষ্টিকার লাগিয়ে দিচ্ছি।
[irp]